24 C
Kolkata
December 26, 2024
Featured

সুবীরেশকে নিয়ে আদালতের নির্দেশে অসন্তুষ্ট বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সৌভিক মন্ডল, সংবাদ কলকাতা: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিন্ম আদালতের বিচারকের কাছে জানতে চান, কেন স্কুল সার্ভিস কমিশন-এর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করার জন্য ১০ দিন সময় দেওয়া হল? বিষয়টি তিনি লিখিতভাবে জানতে চেয়েছেন নিম্ন আদালতের বিচারকের কাছে। সুবীরেশ ভট্টাচার্য সিবিআই-কে তদন্তে সাহায্য করছিলেন না, একথা জানার পরই সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১২ই ডিসেম্বর সুবীরেশকে হাজির করানো হয় আদালতে। তাদের আইনজীবীদের কাছ থেকে জানা যায়, ২২ ডিসেম্বর আবার তার হাজিরার কথা জানিয়েছে বিচারক। এই বক্তব্যে অসন্তুষ্ট হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান কেন এত সময় লাগবে?

Related posts

Leave a Comment