সংবাদ কলকাতা: চিন ও পাকিস্তানের আতঙ্ক জাগিয়ে বৃহস্পতিবার রাতে অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করল ভারত। এই মিসাইল অন্তত ৫ হাজার ৪০০ কিমি দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। এমনকি অগ্নি ৫-এর পাল্লাও প্রয়োজনে বৃদ্ধি করা সম্ভব। যদি প্রয়োজন হয় তবে সেটাও করবে ভারত।
কিছুদিন আগেই তাওয়াং সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনারা। তখনই দু দেশের সেনার মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। এতে জখম হয়েছিলেন একাধিক সেনা। তারপরই অগ্নি ৫-এর পরীক্ষায় ভারতের সফল মহড়ায় ঘুম উড়েছে চিনের!
ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে, সেটার মধ্যে পাল্লার দিক থেকে দেখলে অগ্নি-১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি-২ যেতে পারে ২০০০ কিমি দূরে। অগ্নি-৩ ও অগ্নি-৪ মিসাইল অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে পারে। আর সেই তালিকায় এবার নতুন সংযোজন অগ্নি-৫। যা অন্তত ৫ হাজার ৪০০ কিমি দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম।