21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: এবার পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট জারি করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের কিছু প্রমাণ দেখিয়ে বলেন, রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা না থাকলে বিরোধীরা নমিনেশন পর্যন্ত জমা দিতে পারবে না।

সেই সংক্রান্ত মামলায় বিচারপতি নির্দেশ দেন, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের কোনও রকম নির্দেশিকা জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি, ৯ জানুয়ারির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেন বিচারপতি। স্বাভাবিকভাবেই কোর্টের এই ধরনের আচরণে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য নির্বাচন কমিশন ও নবান্নে।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে পঞ্চায়েত ভোট ফেব্রুয়ারী অথবা মার্চ মাসে করার কথা ঘোষণা করেন আগেই।কিন্তু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পঞ্চায়েত স্তরে কিছু কাজ এখনও শেষ হয়নি বলে ভোট এপ্রিল-মে মাসে করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার মধ্যে হাইকোর্টের এহেন নির্দেশে সেই উদ্যমে কিছুটা হলেও ভাটা পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment