24 C
Kolkata
April 18, 2025
কলকাতা খেলা

কাতার বিশ্বকাপ খেলেই অবসর নিচ্ছেন মেসি!

সংবাদ কলকাতা: কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। অপরদিকে সেমি ফাইনালের খেলা ফ্রান্স-মরক্কোর মধ্যে। এই খেলায় যে দল জিতবে, তাদের সঙ্গেই ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা। কিন্তু তার আগেই আর্জেন্তিনা ফ্যানেদের কাছে দুঃখের খবর শোনালেন লিওনেল মেসি।

মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এরপর আর দেশের জার্সি গায়ে খেলবেন না তিনি। মেসি আরও বলেছেন, ‘আমি খুবই খুশি সফলতা পেয়ে। বিশ্বকাপ জিতে খেলা শেষ করতে চাই আমি। আগামী বিশ্বকাপ পর্যন্ত হয়ত আমি খেলতে পারব না, তাই এই ভালো সময়ে শেষ করতে চাই।’

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে গোলের পর আর্জেন্তিনার সর্বোচ্চ গোলদাতা হিসাবে রেকর্ড গড়েছেন মেসি। এতদিন আর্জেন্তিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মালিক। সেই রেকর্ড ভেঙ্গে দিলেন মেসি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জন্টিনা। শুধু বিশ্বকাপ নয়, এরপর আর আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

Related posts

Leave a Comment