বঙ্গ বজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে রিপোর্ট জমা পড়লো কেন্দ্রীয় নের্তৃত্বের কাছে। জানা গিয়েছে গত কয়েক দিন ধরে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লকড়ারা বিভিন্ন জেলায় ঘুরে খতিয়ে দেখেছে বিজেপির সাংগঠনিক দিক। সেই পর্যবেক্ষণের নিরিখেই রিপোর্ট পেশ করেছেন পর্যবেক্ষকরা।
সূত্রের খবর এই রিপোর্টের ভিত্তিতে আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নের্তৃত্বের সাথে রাজ্য নেতৃত্বের একটি মেগা বৈঠক হতে চলেছে। যা নিয়ে রীতিমতো চাপে আছে বিজেপি শিবির। একে তো সামনে পঞ্চায়েত ভোট। তার উপর দিল্লির বৈঠক নিয়ে সত্যিই চিন্তার ছাপ ফেলেছে বঙ্গ বিজেপির অন্দর মহলে।