সংবাদ কলকাতা: ট্যাংরায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি প্লাস্টিক কারখানা। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ট্যাংরার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর ধাপে ধাপে দমকলের মোট ১০ টি ইঞ্জিন আসে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, জমিয়ে রাখা প্লাস্টিক ও রবারের অবশিষ্ট থেকেই আগুন লেগেছে। সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়দের একাংশের অভিযোগ, এই এলাকায় বার বার আগুন লাগার ঘটনা ঘটছে। জনবসতি এলাকায় এই ধরনের কারখানা কীভাবে গড়ে উঠেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাছাড়া, এই কারখানাটিতে কোনওরকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।
অতীতেও এই এলাকায় একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্যাংরার একটি কারখানার আগুন ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছিল। সেবারের আতঙ্ক ফের একবার ফিরে এল এলাকায়।