November 1, 2025
কলকাতা

বাসে চেপে চিড়িয়াখানায় ইউভান

সংবাদ কলকাতা: ইতিমধ্যেই শহরের শীতের আমেজ পড়ে গিয়েছে। আর মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও প্রবল। গন্তব্য যদি হয় চিড়িয়াখানা, তাহলে তো কোনও কথাই নেই। এদিন চেক কাটা টিশার্ট, ফুলপ্যান্ট পরে মায়ের সঙ্গে চিড়িয়াখানা দর্শন সারল ইউভান। আর তাই নিয়েই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। শুভশ্রী-রাজ দুজনেই ফ্যানেদের সঙ্গে ইউভানের বেড়ে ওঠার সব মুহূর্তগুলো শেয়ার করে নেন। আর এবার মা-ছেলের জুটি একটু বেড়ু করল চিড়িয়াখানায়। তবে একা একা নয়! প্লে স্কুলের বন্ধুদের সঙ্গে ইউভান পৌঁছেছিল আলিপুর চিড়িয়াখানায়। বাসে চেপে বাকিদের মতোই সেও পৌঁছাল চিড়িয়াখানায়।

Related posts

Leave a Comment