সংবাদ কলকাতা: সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব চলছে। সন্ত্রাস ছাড়া তৃণমূলের দ্বিতীয় কোনও রাস্তা নেই। একজন জেট ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া সাংসদের উপর এই হামলা এটাই প্রমাণ করে যে, দক্ষিণ ২৪ পরগনার শওকত মোল্লা ও জাহাঙ্গীরদের মতো গুন্ডাদের হাতে চলে গিয়েছে।
তিনি এও বলেন, হটুগঞ্জের ঘটনার পর সুকান্তর উপর এই হামলা প্রমাণ করে, তৃণমূল ভয় পেয়েছে। নিন্দা জানানোর ভাষা নেই। অবিলম্বে এই ঘটনার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।