সংবাদ কলকাতা: হিমাচল প্রদেশের ১৫তম মুখ্যমন্ত্রী কংগ্রেস বিধায়ক সুখবিন্দর সিং সুখু (৫৮)। পাশাপাশি, এই প্রথম উপমুখ্যমন্ত্রী পেল হিমাচল। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মুকেশ অগ্নিহোত্রী। রবিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
হিমাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু। হামিরপুরের নাদাউন থেকে পরপর চারবারের সাংসদ এই নেতা। ২০১৩-২০১৯ সাল পর্যন্ত ৬ বছর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে দল নাম ঘোষণার পরই গান্ধী পরিবার এবং হিমাচলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সুখবিন্দর সিং সুখু। তিনি বলেন, “নতুন সরকার হিমাচলে পরিবর্তন আনবে। ভোটের প্রচারে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূর্ণ করার লক্ষ্যে কাজ করবে সরকার।”
next post