সংবাদ কলকাতা: অবশেষে মহম্মদ বাজারের হাবড়া পাহাড়ি গ্রামে শুট আউটের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম অশোক বাউরি, কাজল বাউরি ও কোমল বাউরি। এদের মধ্যে একজন বে-আইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ধৃত তিন দুষ্কৃতীকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
সোমবার রাত্রে শ্যুট আউটের ঘটনা ঘটে বীরভূমের মহম্মদ বাজারের হাবরা পাহাড়ি এলাকায়। এক পাথর খাদান কর্মী এবং এক স্কুল শিক্ষককে লক্ষ্য করে দুস্কৃতিরা গুলি চালায়। ঘটনায় মৃত্যু হয় পাথর খাদান কর্মী ধনু শেখ (৪৫) -এর। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই স্কুল শিক্ষকের।