19 C
Kolkata
December 26, 2024
দেশ

মধ্যপ্রদেশে সারারাত পাতকুয়োতে পড়ে রইল বালক, উদ্ধারে আনা হয়েছে জেসিবি মেশিন

ইন্দোর: প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় ঘটেই চলেছে একের পর এক বিপত্তি। সেরকমই একটি ঘটনা নজরবন্দী হল সম্প্রতি। খেলতে খেলতে এক বালক হঠাৎই পড়ে যায় পাতকুয়োতে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার মাণ্ডবী গ্রামের।

রাত পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত উদ্ধারের কাজ চলছে। জেসিবি দিয়ে মাটি তোলার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে পুলিস ও দমকলের আধিকারিকেরা। এছাড়া কুয়োর মধ্যে পর্যাপ্ত অক্সিজেন পাঠানো হয়েছে। যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো ঘটনার নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন।

এছাড়াও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা। স্থানীয় কৃষক নানক চৌহান জানিয়েছেন, চাষের জমিতে জল দেওয়ার জন্যই পাতকুয়ো খনন করা হয়েছিল। কিন্তু প্রায় দুবছর আগে পাতকুয়োটি বন্ধ করে দেওয়া হয়। তবে কি করে এই বিপত্তি ঘটলো তা জানা নেই তার।

Related posts

Leave a Comment