সংবাদ কলকাতা: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত ৪, আহত ১৬। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বাপাতলা জেলায়। জানা গিয়েছে, কেরলের সবরিমালা থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ২৩ জন তীর্থযাত্রী একটি মিনি ট্রাকে চড়ে নিজেদের গ্রামে যাচ্ছিলেন। সেই সময় ট্রাক থেকে তীর্থযাত্রীরা পড়ে যান। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, পশম রমেশ (৫৫), বি পানদুরাঙ্গা রাও (৪০), বি পবন কুমার (২৫), বোদিনা রমেশ (৪২)। সকলেই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার নিলাপুরি জেলার বাসিন্দা। আহত হয়েছেন ১৫ জন। তাঁদেরকে তেনালিতে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিসের প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিস।
next post