ঢাকা: শপিং মলে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন। হইচই-এর সুবাদে অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ “কারাগার”-এর জন্যই যথেষ্ট পরিচিতি পেয়েছেন তাসনিয়া। সকলের কাছে পরিচিত মুখ এই তিনি।
জানা গিয়েছে, শপিংমলের ভিতর এসক্যালেটর দিয়ে দোতলায় উঠছিলেন অভিনেত্রী। তখনই চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে নায়িকার পায়ে ঢুকে যায়। এতে নায়িকার পায়ে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, অভিনেত্রীর দুই পায়েই চোট লেগেছে। তাঁর এই জখম আকস্মিক অবস্থা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তবে এখন অনেকটাই সুস্থ আছেন নায়িকা তাসনিয়া।
previous post