April 19, 2025
রাজ্য

মাঠের সমস্যায় ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা বাতিল করল হাইকোর্ট, রাতের অন্ধকারে ভাঙা হল মঞ্চ

সংবাদ কলকাতা: ৩ ডিসেম্বর, শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল অভিষেক ব্যানার্জির নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে। সেই সভার অনুমোদন বাতিল করল কলকাতা হাইকোর্ট। মাঠের সমস্যা থাকায় তাঁর সভা বাতিল হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কাঁথিতে শুভেন্দুর বাড়ির কাছেই সভা করার কথা অভিষেকের। অন্যদিকে ঐ দিনেই ডায়মন্ড হারবারে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু শুভেন্দুর সভার অনুমোদন দিল না হাইকোর্ট।

পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। যদিও স্থানীয় বিজেপি নেত্রী কৃষ্ণা বেরা জানান, সভার জন্য বিকল্প মাঠের সন্ধান চলছে।

এদিকে আদালতের নির্দেশ পাওয়ার পর শুক্রবার রাতেই ডায়মন্ড হারবারের ওই মাঠে বিজেপির মঞ্চ ভাঙা হয়েছে। তবে কে বা কারা এই সভা মঞ্চ খুলেছে, সেটা জানা যায়নি। বিজেপি-র অভিযোগ, শনিবার ডায়মন্ড হারবারে বিজেপির সভা বন্ধ করার উদ্দেশ্যে তৃণমূল নিজেদের গুন্ডাবাহিনী দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঞ্চ ভেঙে দিচ্ছে।

এদিকে এই ঘটনার পর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, আসলে শুভেন্দু ভয় পান অভিষেককে। তাই তার পাল্টা সভা করতে চেয়েছিলেন। পাল্টা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আসলে বিরোধী দলনেতা সমস্ত জেলাতেই সভা করছেন। সেই মতই সভার আয়োজন হয়েছিল ডায়মন্ড হারবারে। এর বেশী কিছু নয়। আসলে শাসকদল শুভেন্দু অধিকারী সিনড্রোমে ভুগছে। বিরোধীদের কণ্ঠ রোধ করতেই তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment