সংবাদ কলকাতা: বঙ্গে শাসক বিরোধী তরজা যেন চিরন্তন। এবার একটি সরকারি নথি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিঙ্গলগঞ্জের সভা থেকে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে শুনতে পান বস্ত্রগুলি বিডিও অফিসে আছে। আর তাতেই রেগে গিয়ে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বলির পাঁঠা করে ধর্নায় বসে পড়েন তিনি। আর এ নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু।
এবিষয়ে তিনি উত্তর ২৪ পরগনা এডিএমের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তি সামনে আনেন। সেখানে বলা হয়েছে, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁ, সন্দেশখালি-১, সন্দেশখালি-২ প্রভৃতি ব্লকের বিডিও-রা ২৮ শে নভেম্বর গুদাম থেকে শীতবস্ত্র সংগ্রহ করবেন। ৩০শে নভেম্বর ও ১ডিসেম্বর সেগুলি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করবেন। যে বিষয় নিয়ে মমতা ব্যানার্জি একটি নাটক তৈরি করে সঙ্গে সঙ্গে মঞ্চস্থ করে ফেললেন। প্রকৃতপক্ষে তিনি নাটক করতেই বেশী পছন্দ করেন। আসলে সামনেই পঞ্চায়েত ভোট। তাই তাঁর এই নতুন নাটক শুরু হয়েছে।
next post