নতুন দিল্লি, ২ ডিসেম্বর: গতকাল দিল্লির বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হল লুধিয়ানা আদালত বিস্ফোরণের মূলচক্রী হরপ্রীত সিংকে। একটি গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ তাঁকে গ্রেফতার করেছে। মালয়েশিয়ার কোয়ালালামপুরে বেশ কিছু দিন ধরে সে গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি দেশে ফেরার কথা ছিল অভিযুক্তর। কিন্তু এনআইএর একটি দল গোপন সূত্রে অভিযান চালিয়ে হরপ্রীত সিংকে দিল্লিতে বিমান থেকে নামার সময়ই তাঁকে হাতেনাতে পাকড়াও করে।
শিখ জঙ্গি সংগঠন আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশনের সদস্য হরপ্রীত সিং। সে পাকিস্তানের বাসিন্দা তথা স্বঘোষিত শিখ নেতা লখবীর সিং রোড়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা হরপ্রীত সিং। লুধিয়ানা আদালত চত্বরে গত বছর ডিসেম্বর মাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই হরপ্রীত জড়িত আছে বলে জানা যায়। লখবীর সিংয়ের কথামতো পাকিস্তান থেকে আনা বিস্ফোরক লুধিয়ানা কোর্টে চালান করে। আর সেই ভয়াবহ বিস্ফোরণে ১ জনের মৃত্যু ও ৬ জন জখম হন।