November 2, 2025
রাজ্য

পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে প্রায় ৫০০ বেসরকারি ডিএলএড কলেজ, প্রশ্নের মুখে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ

সংবাদ কলকাতা: রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এসএসসি ও টেট দুর্নীতির কাণ্ডে। এবার দুর্নীতির হদিশ ৬০০টি শিক্ষক প্রশিক্ষণ (ডিএলএড ) কলেজে। তার ফলে বাতিল হচ্ছে কলেজগুলোর অনুমোদন। অন্তত এমনই ইঙ্গিত পর্ষদ সভাপতির।

অভিযোগ, রাজ্যের বেসরকারি ডিএলএড কলেজগুলি প্রশিক্ষণের সার্টিফিকেট বিক্রি করত। অভিযোগের ভিত্তিতে বাতিল হতে পারে প্রায় ৬০০টি শিক্ষক প্রশিক্ষণ (ডিএলএড ) কলেজের অনুমোদন। আর এর ফলে অনিশ্চয়তার মুখে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। তবে সূত্রের খবর, ছাত্রছাত্রীদের কথা ভেবে কেবল মাত্র ২০২২-’২৪ শিক্ষাবর্ষের জন্য কোর্স চালানোর অনুমতি দিতে পারে পর্ষদ।

প্রসঙ্গত, রাজ্যে মোট স্বীকৃত ডিএলএড কলেজের সংখ্যা ৬৫৬টি। এর মধ্যে সরকারি ৬০টি। বাকি ৫৯৬টি বেসরকারি কলেজ। তদন্তে উঠে এসেছে, বেসরকারি কলেজগুলো নিয়ম ভেঙে অফলাইনে ভর্তি নেওয়া হয়। কোনও বাছবিচার না করে অর্থের বিনিময়ে ভর্তি নেওয়া হয়। এমনকী টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়।

Related posts

Leave a Comment