প্রিয়াশ্রী খাঙ্গার, সংবাদ কলকাতা: প্রেমের টানে দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার করার স্বপ্ন অনেক ভারতীয় তরুণীই দেখে থাকেন। কিন্তু বিদেশী তরুণীর ভারতে এসে গ্রামের জমিতে চাষ? এমন নিদর্শন খুব একটা দেখা যায় না। এবার সেরকমই একটি কাজ করে সকলকে অবাক করেছেন এক জার্মান তরুণী। পেশায় মডেল ও অভিনেত্রী ওই তরুণীর নাম জুলি। ভারতীয় যুবক অর্জুন শর্মাকে বিয়ে করেছেন তিনি। তাঁর বাড়ি রাজস্থানের উদয়পুরে।
গত দুই বছর ধরে স্বামীর হাত ধরে উদয়পুরেই সংসার পেতেছেন এই সাহেব কন্যা। শুধু তাই নয়, এদেশের ভাষা ও সংস্কৃতিকে আপন করে নিয়েছেন তিনি। জুলি এখন স্পষ্ট হিন্দিতে কথা বলছেন। গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেকে। স্বামীর গ্রামের বাড়িতে এসে কখনও তিনি গাছ থেকে পেঁপে পাড়ছেন, খামার বাড়িতে গরুকে খাবার দিচ্ছেন। আবার কখনও গরুর দুধ দোয়াচ্ছেন। শাশুড়ির সঙ্গে রোদে বসে বড়িও দিচ্ছেন। কখনও শপিং করতে যাচ্ছেন, তো কখনও কপালে চন্দনের তিলক কেটে মন্দিরে পুজো দিচ্ছেন। বিদেশী সাহেবি বৌমার এমন রকম-সকম দেখে খাঁটি ভারতীয় শাশুড়িও বেশ আহ্লাদিত।
এদিকে জার্মানি বধূর এই ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল। কৌতূহলী ভারতীয় নেটিজেনরা ভিড় জমাচ্ছেন জুলির ইনস্টা পেজে। তাঁর ইনস্টা পেজের নাম “নমস্তে জুলি”। বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার এর বেশি। কিন্তু, ভিডিওটি লাইক হয়েছে প্রায় ৩০ লক্ষ ১২ হাজার। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজ-এ পোস্ট করেছেন, পেঁয়াজ চাষ করার একটি ভিডিও। এই ভিডিও-তে দেখা যাচ্ছে, নিজের হাতে জুলি শ্বশুর বাড়ির চাষের ক্ষেতে চষা জমিতে পেঁয়াজের বীজ বুনছেন। সেই ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওর ডেসক্রিপশনে লিখেছেন, “আমার শাশুড়ি মা আমাকে এভাবে দেখে সব থেকে খুশি। পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন আমি খুব উপভোগ করি। পরিবার এবং প্রকৃতির সঙ্গে থাকতে পেরে আমি খুবই আপ্লুত।”