25 C
Kolkata
November 3, 2025
Featured বিদেশ

কঠোর করোনা বিধি, চীনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১০ গৃহবন্দির, বিক্ষোভ

বেজিং: চীনে কঠোর কোভিড নীতির কারণে সরকার বিরোধী ক্ষোভ শুরু হয়েছে। মাঝে মাঝে মধ্যে সেই ক্ষোভ থেকে বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। সেজন্য গত শনিবার রাতে দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল আম জনতা। এই শহরগুলির মধ্যে অন্যতম বেজিং, শাংহাই, নানজিং। আন্দোলনকারীরা স্লোগান দেয়, ‘জি জিনপিং মুর্দাবাদ। কমিউনিস্ট পার্টি নিপাত যাক।’ আর এই আন্দোলনের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের হাতে সাদা কাগজ। তাঁরা রাতের অন্ধকারে মোবাইলের আলো জ্বেলে বিক্ষোভের একাধিক ভিডিও, ছবি তুলেছেন। দফায় দফায় দেশের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলে। বেজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি থেকে নানজিংয়ের কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না এই বিক্ষোভে সামিল হয়। চীনের বিভিন্ন শহরে দফায় দফায় বিক্ষোভ চলে। এই বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তিও হয়।

Related posts

Leave a Comment