সংবাদ কলকাতা: গত দেড় বছরে মমতা শুভেন্দুর সম্পর্ক ছিল সাপে নেউলে। কিন্তু বিধান সভার ভিতরে বিরোধীদের বক্তব্য ও মতামতকে গুরুত্ব দিতে হবে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু ও মমতার সাক্ষাৎ ঘিরে শুরু হয় জল্পনা। যদিও এটি ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। বলেছিলেন শুভেন্দু অধিকারী। এই সৌজন্যতা আজ আরও এক ধাপ এগিয়ে গেল।
মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, আসন্ন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে নিমন্ত্রণ করা হবে বিরোধী দলের বিধায়কদের। যদিও বিজেপি বিধায়করা এই আমন্ত্রণ কতটা গ্রহণ করবেন সেটাই দেখার। কারণ ভোট পরবর্তী হিংসা এবং অন্যান্য বহু ঘটনায় বিরোধীদের মনে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে। এই সামান্য সৌজন্যতা সেই পাহাড় কতটা গলাতে পারবে সেটাই এখন দেখার।
previous post