24 C
Kolkata
April 17, 2025
টিভি-ও-সিনেমা

লড়াই শেষ! প্রয়াত বিক্রম গোখলে

পুনে: দাপুটে অভিনেতাকে হারাল বলিউড। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। শনিবার সব লড়াইয়ে ইতি টেনে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে মারাঠি ছবি ‘গোদাবরী’তে।

গত ১৮ দিন ধরেই পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম গোখলে। গত বুধবার সন্ধ্যেবেলা আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। কোমায় চলে যান অভিনেতা। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেটর সাপোর্টে। এরপর শুক্রবার তাঁর শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হলেও শনিবার ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা গোখলে।

প্রসঙ্গত, ১৯৪০ সালের ১৪ নভেম্বর জন্ম বিক্রম গোখলের। ছোট থেকেই অভিনয়ের জগতেই বড় হয়েছেন তিনি। ১৯৭১ সালে চলচ্চিত্রের দুনিয়ায় তাঁর পদার্পণ। তাঁর প্রথম ছবি ছিল ‘পরওয়ানা’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। হিন্দির পাশাপাশি মারাঠি চলচ্চিত্রেরও উল্লেখযোগ্য নাম বিক্রম গোখলে। মারাঠি ছবি ‘অনুমতি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

Related posts

Leave a Comment