32 C
Kolkata
April 19, 2025
বিদেশ

জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি, ৯ মিনিটে হাপিশ ১৩.৬০ কোটির মুদ্রা !

সংবাদ কলকাতা: জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি! মাত্র ৯ মিনিটে জার্মানির একটি জাদুঘর থেকে হাপিশ ১.৬ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৩. ৬০ কোটি টাকা। খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ৪৮৩ টি সেল্টিক মুদ্রা এবং একাধিক মূল্যবান বস্তু।

প্রশ্ন উঠেছে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা স্বত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? কেনই বা বাজেনি সতর্কীকরণ ঘণ্টা? তাহলে কি এর পিছনে আন্তজার্তিক কোনও লিঙ্ক রয়েছে। তদন্ত শুরু করেছে জার্মান পুলিস। প্রশাসনের তরফে ইন্টারপোলকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে।

পুলিস সূত্রে খবর, দুদিন আগে দুপুরে ম্যানচিংয়ের সেল্টিক ও রোমান মিউজিয়ামের এলাকাতে টেলিকম হাবের তার কাটা হয়। তারপরেই আচমকা ওই এলাকার ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ওই জাদুঘরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডাকাত দল ঠিক দুপুরে ১.২৬ মিনিট নাগাদ প্রবেশ করে ও তার ৯ মিনিট বাদে বেরিয়েও যায়।

Related posts

Leave a Comment