সংবাদ কলকাতা: গোরুপাচার কাণ্ডে জড়িত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আরও ১০ কোটি টাকার হদিশ মিলল। তাই এবার বীরভূম ও পার্শ্ববর্তী জেলাগুলির একাধিক ব্যাঙ্ক এখন সিবিআইয়ের ‘স্ক্যানারে’। তদন্তকারী অফিসারদের তদন্তে কেষ্টর বেনামে গচ্ছিত আরও ১০ কোটি টাকা।
তদন্তে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে ওই অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের মালিক অন্য একজন হলেও টাকার আসল মালিক অনুব্রত মণ্ডল। এই ব্যাপারে বিশদে জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারকে ডেকে একদফা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নামে বেনামে গচ্ছিত প্রায় ২৫ কোটি টাকার বিষয়ে তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।