29 C
Kolkata
August 3, 2025
দেশ

Earthquakes: এবার অরুণাচল ও মহারাষ্ট্রে ভূমিকম্প

SYMBOLIC IMAGES

সংবাদ কলকাতা, ২৩ নভেম্বর: বিশ্বব্যাপী পর পর ভূমিকম্প। ইন্দোনেশিয়া, প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপরাষ্ট্রের পর এবার অরুণাচল(Arunachal) ও মহারাষ্ট্রে(Maharashtr) ভূমিকম্প। তবে এদিন কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮।
জানা গিয়েছে, বুধবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয় মহারাষ্ট্রের নাসিক(Nashik) এবং অরুণাল প্রদেশের বাসর জেলায়। পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। তবে ভূমিকম্পের ফলে হতাহতের কোনও খবর নেই।

কম্পনের কেন্দ্রস্থল ছিল অরুণাল প্রদেশের বাসর অঞ্চলে। মাটির ১০কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। অন্যদিকে নাসিক জেলা থেকে ৮৯ কিলোমিটার পশ্চিমে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৬ । আর বাসর জেলা থেকে ৫৮ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮।

অন্যদিকে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৪ । এছাড়া গতকাল তীব্র ভূমিকম্প অনুভূত হয় প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপরাষ্ট্রে। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৭.০।

Related posts

Leave a Comment