কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় গাল-গাইডস এসোসিয়েশন আত্রাই, নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে এই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিশনার, গাল গাইড এসোসিয়েশন, নওগাঁ নীলিমা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী তাবাচ্ছুম ইকতেখারুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শিক্ষিকা পারভিন আখতার প্রমুখ। এছাড়া স্কুল গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, কমচারী ও শিক্ষকবৃন্দ। এ অনুষ্ঠানে তিন শত ষাট জনকে দীক্ষাদান ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন জবা রানী ঘোষ।
previous post