মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছে দাউদ ইব্রাহিম! মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হত্যার ছক জানিয়ে ভয়েস মেসেজ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অনুমান, কুখ্যাত এই ডনের কোনও শাগরেদই এই কাজ করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপে অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে ভয়েস মেসেজ করা হয়। পর পর মোট সাতটি মেসেজ আসে। অডিও মেসেজের পাশাপাশি কিছু ডকুমেন্টসও পাঠানো হয়েছে।
রহস্যজনক এই ভয়েস মেসেজে বলা হয়, “দু’জন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবে। ইতিমধ্যেই এই নিয়ে সমস্ত প্ল্যান রেডি।” সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাণিজ্য নগরীর পুলিশ বিভাগে। একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এর তদন্ত শুরু করা হয়েছে।