হেনান, ২২ নভেম্বর: চীনে একটি ওয়ার্কশপে বিধ্বংসী আগুনে পুড়ে কমপক্ষে ৩৬ জন কর্মচারীর মৃত্যু হয়েছে। চীনের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, গতকালন সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল মধ্য চীনের হেনান প্রদেশের অ্যানইয়াং শহরে। হঠাৎ ওই ওয়ার্কশপে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের আধিকারিকেরা। সঙ্গে যায় পুলিস ও বিদ্যুৎকর্মীরা। দুজনের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
আগুন লাগার ঘটনায় একজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ওই ওয়ার্কশপের ম্যানেজারের দাবি, ওই কর্মচারীই আগুন লাগাতে পারেন। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিস।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। ওই সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।
previous post