সংবাদ কলকাতা: আমেরিকার জন সংখ্যা ৩৩ কোটি, অপরদিকে ওয়েলসের জনসংখ্যা ৪১ লক্ষ। আমেরিকার দলে রয়েছে একাধিক প্রতিভাবান ফুটবলার। অপরদিকে ওয়েলসের ভরসা বেল। ম্যাচ নিয়ে যথেষ্ট উৎসাহী ছিল সকলে।
প্রথম অর্ধে মার্কিন আক্রমণের কাছে কার্যত দিশাহারা ছিল ওয়েলস। দুর্দান্ত খেলে যুক্তরাষ্টের ফুটবলাররা। তবে দ্বিতীয় অর্ধে ছন্দে ফেরে বেল-এর টিম। দুর্দান্ত ফুটবল উপহার দেয় তাঁরা। প্রথম হাফ-এ প্রথম গোল করে যুক্তরাষ্ট্র। এগিয়ে যায়। এরপর ম্যাচের ৮১ মিনিটে বেলের পেনাল্টি থেকে সমতা ফেরায় ওয়েলস। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়।
previous post