May 12, 2025
রাজ্য

সপ্তাহের শুরুতে শপথ নেবেন নতুন রাজ্যপাল

সংবাদ কলকাতা: গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পেয়েছে নতুন স্থায়ী রাজ্যপাল। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর গত পাঁচমাস অস্থায়ীভাবে দায়িত্ব সামলেছেন লা গণেশন। কিন্তু তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সখ্যতাকে ভালো চোখে দেখেনি বিরোধীরা। তারা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে স্থায়ী রাজ্যপাল চেয়ে দরবার করেছে। তারই ফলশ্রুতিতে তড়িঘড়ি স্থায়ী রাজ্যপাল নিয়োগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রীর প্রায় ১০ মিনিট ফোনালাপ হয়। কথা হয় শপথ গ্রহণের দিনক্ষণ নিয়ে। জানা গিয়েছে, ২১ তারিখ সোমবার অথবা ২৩ তারিখ বুধবার শপথ গ্রহণ হতে পারে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোলা মনে কাজ করার কথা হয়েছে।

Related posts

Leave a Comment