23 C
Kolkata
December 26, 2024
দেশ

নয়ডায় ধরা পড়ল আলিবাবা, বাকি রইল “চল্লিশ চোর”!

মুম্বই, ১৩ নভেম্বর: অবশেষে সফল হল মুম্বই পুলিসের মিশন ‘আলিবাবা’। কিন্তু, কে এই আলিবাবা? সেটা উদ্ধার করতে প্রায় এক বছর ধরে কালঘাম ছুটে যায় পুলিশের কর্তা ব্যক্তিদের। “আলিবাবা’ নামটা শুনে ভাববেন না এটা আরব্য উপন্যাসের সেই বিখ্যাত চরিত্রের কথা বলছি। আসলে এই আলিবাবা বাস্তবের এক সিঁধেল চোর।

জানা গিয়েছে, মুম্বই ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ উদ্যোগে এই মিশন সফল হয়েছে। কারণ, মুম্বইয়ের এক গৃহস্থের বাড়ি থেকে ৪২ লক্ষ টাকা চুরি করলেও আলিবাবা ও তার শাগরেদদের একটি অংশ গা ঢাকা দেয় নয়ডায়। উল্লেখ্য, ২০২১ সালে মুম্বইয়ের দহিসারে এই চুরির ঘটনা ঘটে এক ব্যবসায়ীর বাড়িতে। নগদ ও সোনা মিলিয়ে খোয়া যায় প্রায় ৪২ লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের টাওয়ার লোকেশন ও সিসি ক্যামেরা ট্র্যাক করতে শুরু করে। বারবার সিম বদল করলেও তদন্তে উঠে আসে আলিবাবার নাম।

বিপদ বুঝতে পেরে আলিবাবা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে এসে আশ্রয় নেয়। কিন্তু, টাওয়ার লোকেশন ট্রাক করে সেই তথ্যও উদ্ধার করে পুলিশ। এরপর দুষ্কৃতীদের ধরতে মুম্বই পুলিশ ছদ্মবেশের আশ্রয় নেয়। ফল বিক্রেতা থেকে পিয়ন, যখন যেমন প্রয়োজন পড়ে, সেই ছদ্মবেশ নেয় পুলিশ। এভাবে আলিবাবার গতিবিধি লক্ষ্য করে পুলিশ। জানা যায়, আলিবাবা আসলে একটি ছদ্মনাম। তার প্রকৃত নাম সলমান জুলফিকার আনসারি।

আলিবাবার সঙ্গে গ্রেপ্তার হয় আরও দুই দুষ্কৃতী। তাদের নাম হায়দার আলি সফি ও কুশল বর্মা। চুরি করা সোনা এই কুশলকে বিক্রি করেছিল দুষ্কৃতীরা। ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের চুরির বখরা থেকে ১৮ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। খোঁজ চলছে বাকি টাকা ও সোনার। এভাবে আলিবাবার রহস্য ফাঁস হল। কিন্তু, এখনও বাকিদের সন্ধান পেতে হবে আরেকটি মিশন। সেটার নাম কি হবে ‘মিশন চল্লিশ চোর’?

Related posts

Leave a Comment