ময়নাগুড়ি, ১১ নভেম্বর: শুক্রবার ৮ দফা দাবিকে সামনে রেখে ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে ব্লক সহ কৃষি আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কৃষকের নানা ধরনের হয়রানির প্রতিবাদ জানিয়েই এই স্মারকলিপি প্রদান করা হয় বলে জানানো হয়েছে।
এদিন ময়নাগুড়ির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে কিষাণ মোর্চা। পরিক্রমা করার পর ময়নাগুড়িতে অবস্থিত কিষাণ মান্ডিতে কৃষি দপ্তরের কার্যালয়ে পৌঁছায় মিছিলটি। সেখানে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।
জানা গিয়েছে, বিভিন্ন সময়ে সরকারি পরিষেবা থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয় সাধারণ কৃষকরা। আর সেই কৃষকদের কথা মাথায় রেখে আট দফা দাবি পেশ করে ভারতীয় কৃষাণ মোর্চা। ময়নাগুড়িতে প্রতিবছর সারের কালোবাজারি অভিযোগ ওঠে বলে দাবি করেন তাঁরা।
previous post
next post