সংবাদ কলকাতা, ১০ নভেম্বর: সুদীর্ঘ জল্পনার অবসান। অবশেষে পরস্পরকে তালাক দিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। আনুষ্ঠানিকভাবে তাঁরা তালাক দিয়েছেন বলে খবর। এবিষয়ে শোয়েবের খুব কাছের এক ব্যাক্তি একটি ওয়েবসাইটকে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে সানিয়া শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৮ সালে তাদের একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। ইদানিং শোনা যাচ্ছিল, সানিয়া ও শোয়েব দুইজনেই পরস্পরের থেকে আলাদা থাকছেন। সম্প্রতি তাঁদের ছেলের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সানিয়া লিখেছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে।