21 C
Kolkata
December 26, 2024
কলকাতা

দুয়ারে সরকার ক্যাম্প, অনন্য নজির স্থাপন করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক

অভিজিৎ হাজরা, আমতা: আগামী ২০২৩ এ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে সারা রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগেরবারের মতোই এবারও কেন্দ্র ও রাজ্য সরকারের নানান প্রকল্প ও পরিষেবার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
হাওড়া গ্ৰামীণ জেলার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতের ‘ দুয়ারে সরকার ‘ শিবির অনুষ্ঠিত হল স্থানীয় খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। এবারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে বিদ্যুৎ অর্থাৎ বাড়িতে বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিভিন্ন বিষয়, পাট্টা জমি দেওয়া ও নেওয়ার পরিমাণ, আধার কার্ড সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সংযোজন করা হয়েছে।
খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জনহিতকর প্রকল্প ‘দুয়ারে সরকার’ শিবিরে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এখানকার ‘দুয়ারে সরকার ‘ শিবির পরিদর্শন করেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘দুয়ারে সরকার’ শিবিরটি চালানো হয় বিদ্যালয় চালু রেখে, ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের কোনও ব্যাঘাত না ঘটিয়ে। মাইক ব্যবহার না করে, জনগণের কোলাহল মুক্ত রেখে শিবিরটি সফল করে এক অনন্য নজির স্থাপন করলেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
সমষ্টি উন্নয়ন আধিকারিকের এই দৃষ্টান্ত করার জন্য খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, খোশালপুর গ্ৰামবাসী সহ অন্যান্য গ্ৰামের বাসিন্দারা প্রশংসা করেন।

Related posts

Leave a Comment