নতুন দিল্লি, ৭ নভেম্বর: অবশেষে মোদী সরকারের একটি বড় উদ্যোগ সফলতা পেল। আর্থিক ভিত্তিতে সংরক্ষণকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। যারা উচ্চ বর্ণের নাগরিক হয়েও আর্থিকভাবে স্বচ্ছল নন, তাদের সংরক্ষণে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। তাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। এই সংরক্ষণের ফলে জেনারেল ক্যাটিগরির প্রার্থীরা শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সুবিধা পাবেন। এমনকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি, কেন্দ্র সরকারের চাকরিতেও চাকরিপ্রাথীরা এই সংরক্ষণের সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে সংসদে একটি বিল পাশ করে কেন্দ্র সরকার। সেই বিলটিতে এই সংরক্ষণের কথা উল্লেখ করা হয়। অবশেষে সর্বোচ্চ আদালত সেই আইনকে মান্যতা দিল। যদিও পারিবারিক রোজগারের লক্ষ্যমাত্রা নিয়ে উঠছে প্রশ্ন। দেশের শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে ৮ লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন অসংরক্ষিত, জেনারেল ক্যাটিগরির প্রার্থীরা। পাঁচজন বিচারপতির মধ্যে তিনজন এই বিলে সায় দিলেও আপত্তি জানিয়েছেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত সহ ও বিচারপতি এস রবীন্দ্র ভাট।
next post