কলকাতা, ৩ নভেম্বর: গতকাল ইডির দপ্তরে হাজিরা দেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল। তখন তিনি জেরায় বলেছিলেন, টাকা যেত মানিক ভট্টাচার্যের কাছে। কিন্তু আজ বৃহস্পতিবার পুনরায় ইডি-র দপ্তরে হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। মাত্র ২৪ ঘন্টার পার্থক্য। তারই মধ্যে সুর বদল করে তাপস বলেন, টাকা যেত বোর্ডের কাছে। উল্লেখ্য, এই টাকা নেওয়া হত D.L.ED-এর ছাত্র-ছাত্রীদের থেকে লেট ফাইন হিসেবে। ছাত্র-ছাত্রী প্রতি ৫০০ টাকা করে লেট ফাইন নেওয়া হতো। সেই টাকার পরিমাণ প্রায় ২০ কোটি ৭৩ লক্ষ টাকা। কিন্তু এই টাকা কী কাজে লাগানো হত, সে ব্যাপার মুখ খোলেননি তাপস মন্ডল। তিনি বলেন, এব্যাপারে মানিক বাবুই সবকিছু জানেন।
previous post
next post