সংবাদ কলকাতা, ৩১ অক্টোবর: অভিনয় জগতে নক্ষত্র পতন। চলে গেলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী। সোমবার ভোরে তিনি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে সমস্যা বাড়াবাড়ি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। কিছুদিন আগেই তাঁকে একটি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে।তবে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। এদিন মাল্টি অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আজ বিকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
previous post
next post