21 C
Kolkata
December 25, 2024
কলকাতা

গার্ডেনরিচ গেমিং আপ কাণ্ডে উল্টোডাঙ্গা থেকে উদ্ধার আরও দেড় কোটি টাকা

কলকাতা, ২০ অক্টোবর: এবার উল্টোডাঙ্গা থেকে গার্ডেনরিচের আমির খান ঘনিষ্ঠ উমেশ আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়ির আলমারি থেকে মিলল প্রায় দেড় কোটি টাকা। জানা গিয়েছে, এই ব্যবসায়ী আমির খানের ই-নাগেটস গেমিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমিরের ব্যাংক লেনদেন খতিয়ে দেখার সময় এই ব্যবসায়ীর সন্ধান পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্র ধরে গতকাল রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি।
উল্লেখ্য, কিছুদিন আগেই আমিরের বাড়ির খাটের তলা থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার হয়। পরে কলকাতা পুলিশ তাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে। এখন খতিয়ে দেখা হচ্ছে, ওই টাকার সঙ্গে হাওয়ালা যোগ আছে কিনা।

Related posts

Leave a Comment