April 19, 2025
দেশ

দেশের ৫০তম প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়, জেনে নেব তাঁর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

সংবাদ কলকাতা, ১৮ অক্টোবর: বিচারপতি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড়কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। আগামী ৯ নভেম্বর ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

আইনমন্ত্রী রিজিজু টুইট করেছেন, “ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। তাঁকে আগামী ৯ই নভেম্বর ২০২২ থেকে ভারতের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে।”

কিন্তু দেশের ৫০ তম রাষ্ট্রপতির বেতন, ভাতা সহ আর কি কি সুবিধা আছে তা দেখে নেব:
ভারতের প্রধান বিচারপতির বেতন প্রতি মাসে ২ লক্ষ ৮০ হাজার টাকা। যেখানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বেতন প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা।

অন্যান্য সুবিধা:
প্রধান বিচারপতিকে সরকার কর্তৃক আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধাও দেওয়া হয়। প্রধান বিচারপতি তাঁর আবাসিক বাসস্থানের জন্য গাড়ি, নিরাপত্তা কর্মী, কর্মচারী এবং বিদ্যুৎ খরচও পান। এসবের পাশাপাশি প্রধান বিচারপতিকে ৪৫ হাজার টাকা আতিথেয়তা ভাতাও দেওয়া হয়।
তিনি যখন অবসর নেন, তখন তাঁকে বার্ষিক ১৬ লক্ষ ৮০ হাজার টাকা সহ মহার্ঘ ত্রাণও দেওয়া হয়।

অবসরের পর নিরাপত্তা সুবিধা
দেশের প্রধান বিচারপতি অবসর নেওয়ার পরে ২০ লক্ষ টাকা গ্র্যাচুইটি পান। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিরা অবসর গ্রহণের তারিখ থেকে এক বছরের জন্য সার্বক্ষণিক ব্যক্তিগত নিরাপত্তা, প্রহরী ছাড়াও আবাসস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা কভার পাওয়ার অধিকারী হবেন।

আগস্ট 2022-এর নিয়ম অনুসারে, আইন মন্ত্রকের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারকদের অবসর নেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য গাড়ির চালকের সুবিধা পাবেন। এছাড়া সচিবালয় সহকারীর মেয়াদ বাড়ানোর জন্য সংশোধিত ‘সুপ্রিম কোর্টের বিচারক বিধিমালা’কে বিজ্ঞপ্তি দেয়। ভারতের প্রধান বিচারপতিরা অফিস ছাড়ার পরে ছয় মাসের জন্য ভাড়া-মুক্ত আবাসন পাবেন।

Related posts

Leave a Comment