সংবাদ কলকাতা, ৮ অক্টোবর: আজ রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজার কার্নিভাল। এই কার্নিভাল ঘিরে আঁটসাট করা হয়েছে নিরাপত্তা। তৈরি করা হয়েছে ১০ টি পুলিশ ক্যাম্প। আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে প্রায় ২০০০। রাজ্যের সেরা ১০০টি ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। সব মিলিয়ে সাজো সাজো রব কলকাতার রেড রোডে। তবে এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধীদের বক্তব্য মালবাজারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্য সরকার কিভাবে এই কার্নিভালের আয়োজন করছে? এদিকে তথাগত রায় এই অনুষ্ঠানকে কার্নিভাল মোচ্ছব বলে কটাক্ষ করেছেন।
previous post