31 C
Kolkata
April 16, 2025
রাজ্য

গার্ডেনরিচের আমিরের বিট কয়েনের ওয়ালেট বাজেয়াপ্ত করে উদ্ধার আরও ১৪ কোটি

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: গার্ডেনরিচের আমির খানকে গ্রেপ্তারের পর কিছুটা সাফল্য দেখাল কলকাতা পুলিশ। ই নাগেটস নামে অনলাইন গেমিং অ্যাপের্ মাধ্যমে যে টাকা প্রতারণা করেছিল, তার প্রায় ১০০ কোটি টাকা ক্রিপ্টো কারেন্সি বা বিট কয়েনে নিয়োগ করেছিল বলে জানতে পারেন রাজ্যের গোয়েন্দারা। অবশেষে আমিরের সেই ক্রিপ্টো কারেন্সির দুটি ওয়ালেট বাজেয়াপ্ত করে মিলল ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা। এর ফলে মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৩১ কোটি ৮৫ লক্ষ টাকা। আমিরকে গ্রেপ্তারের পর জেরা করতেই মেলে এই তথ্য। জানা গিয়েছে, গার্ডেন রিচের পরিবহন ব্যবসায়ী নাসের খানের ছেলে আমির প্রতারণার টাকা সরানোর জন্য সূক্ষ্ম বুদ্ধির প্রয়োগ করেছিল। এজন্য সে টাকাকে বিট কয়েনে রূপান্তরিত করে। এই বিট কয়েন কেনার জন্য সে দুটি ওয়ালেট ব্যবহার করেছিল। এদের মধ্যে একটি ভারতীয় ও অন্যটি চীনের। প্রথমে আমিরের ব্যাংক একাউন্ট থেকে ভারতীয় একটি ওয়ালেটে টাকা সরানো হয়। মুম্বইয়ে অবস্থিত সেই ভারতীয় ওয়ালেট আবার অন্যের নামে খুলেছিল এই প্রতারক। এই বেনামে খোলা ওয়ালেট ব্যবহার করে বিট কয়েন কেনে সে। কিন্তু, বিদেশী যে সংস্থার মাধ্যমে বিট কয়েন কেনে, সেটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। যদিও আদতে সেটি চীনেরই একটি ওয়ালেট সংস্থা। ক্যারিবিয়ান দ্বীপ থেকে সেটি নিয়ন্ত্রিত করা হয় মাত্র। আদালতের নির্দেশ পেয়ে পদ্ধতি মতো সেই ওয়ালেট বাজেয়াপ্ত করে পুলিশ। এজন্য বিদেশী ওই ওয়ালেট সংস্থাকে চিঠি পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২১ সালে আমিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর অভিযানে নামে ইডি। গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আমিরের বাড়িতে হানা দেয় ইডি। বাড়ির খাটের তলা, ভাতের হাঁড়ি থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। কিন্তু, আমিরকে নাগালে পাননি ইডি আধিকারিকরা। বাকি টাকা সে কোথায় রেখেছে, তার তদন্ত করতে গিয়েই ব্যাংক একাউন্টের সূত্র ধরে বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সির সন্ধান পায় গোয়েন্দারা। এদিকে দুই সপ্তাহ পর গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পর জেরায় মেলে একাধিক তথ্য। সেই তথ্যের সূত্র ধরে এদিন ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

Related posts

Leave a Comment