37 C
Kolkata
April 5, 2025
Uncategorized রাজ্য

ভ্রমণ পিপাসুদের খুশির খবর! দার্জিলিংয়ে এবার শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর: টয়ট্রেন তো অনেকেই চড়েছেন। তাই বলে দার্জিলিংয়ের বুকে শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন? হ্যাঁ, সোমবার ভ্রমণ পিপাসুদের জন্য সেরকমই খুশির খবর শোনাল দার্জিলিংয়ের টয়ট্রেন কর্তৃপক্ষ। সেখানে আজ থেকে চালু হল শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটল এই ‘খেলনা গাড়ি’।
আজ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শৈল শহরের উদ্দেশ্যে ছুটল শীততাপ নিয়ন্ত্রিত এই ভিস্তাডোম ট্রয় ট্রেন। GM আনসুর গুপ্তা, DRM এস কে চৌধুরী সহ একঝাঁক বিশেষ অতিথিদের নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় টয়ট্রেনটি। ট্রেনে ছিলেন মোট ৫০ জন যাত্রী। রওনা হওয়ার আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। টয়ট্রেনের প্রতিটি যাত্রীর হাতে তুলে দেওয়া হয় গোলাপ আর লাড্ডু। সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু হয়। এরপর পাহাড়ের বুক চিরে ছুটে যায় ট্রেনটি।
এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, DHR এর ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই উৎসবের মরশুমে ভ্রমণপিপাসুদের যাত্রা আরও আরামদায়ক হবে এই পরিষেবার জন্য। GM আনসুর গুপ্তা জানান, এই ট্রেন পাহাড়ের পর্যটকদের আরও উৎসাহ প্রদান করবে। পাশাপাশি, আরও আরামদায়কভাবে দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।

Related posts

Leave a Comment