28 C
Kolkata
August 5, 2025
দেশ

বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়াচ্ছে মোদী সরকার

নতুন দিল্লি: প্রায় তিন বছর ধরে গরীব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দিয়ে আসছে মোদী সরকার। কয়েকদিন আগেই খবর ছড়িয়ে পড়ে, বিনামূল্যে আর রেশন দেবে না কেন্দ্র। বাড়তে চলেছে রেশনের চালের দাম। এই খবরে হতাশ হয়েছিলেন অনেকে। কিন্তু, সেই হতাশা দূর করে হয়তো খুশির খবর শোনাতে পারেন মোদী সরকার।
উল্লেখ্য, ঘোষণা ছিল এবছরের সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যাবে বিনামূল্যে সেই রেশন দেওয়া। কিন্তু সেই সময়কাল আরও বাড়তে পারে। যাতে উপকৃত হবেন দেশের পায় ৮০ কোটি মানুষ।
গত ২০২০ সালের করোনা মহামারীর সময় থেকেই প্রায় ৮০ কোটি ভারতীয়কে বিনামূল্যে এই রেশন দেওয়া শুরু হয়। এই প্রকল্পে এপর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। সূত্রের খবর, সম্প্রতি এই প্রকল্পের বিনামূল্যে রেশনের সময়সীমা আরও বাড়তে চলেছে। ৩ থেকে ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যার জন্য খরচ হবে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার। যদিও এব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

Related posts

Leave a Comment