21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

৩০ হাজার কারিগরি পড়ুয়াদের নিয়োগ, চাকরির ভবিষ্যৎ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

সংবাদ কলকাতা, ১২ সেপ্টেম্বর : শুক্রবার ১১ হাজার বেকার ছেলেমেয়েদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের এই নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান। তার আগের দিনেই মমতার এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এভাবে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দলের আন্দোলনকে ভোঁতা করে দিতেই এই উদ্যোগ বলে অনেকের ধারণা।
উল্লেখ্য, উৎকর্ষ বাংলা প্রকল্পে ধাপে ধাপে রাজ্যের মোট ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরি দেওয়া হবে। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, কলকাতা, হুগলি পলিটেকনিক সহ ছয়টি জেলার বেকারদের এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আরও ৭ হাজার ছেলেমেয়েকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। এভাবে অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০ হাজার নিয়োগপত্র দেওয়া হবে।
যদিও নিয়োগের ভবিষ্যৎ নিয়ে সংবাদ কলকাতার ফেসবুক পেজে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন বিভিন্ন স্তরের মানুষজন। তাঁদের কারও বক্তব্য, ‘অস্থায়ী চাকরি। একটাও স্থায়ী সরকারি চাকরি নয়।’ কেউ আবার বলছেন, ‘ললিপপ দিয়ে কেলেঙ্কারি ঢাকা! এর পেছনেও কোটি কোটি টাকার খেলা যে হয়নি, তার গ্যারান্টি আছে কি?’ আবার একজন প্রশ্ন তুলেছেন, ‘আইটিআই-এর ফাইনাল ইয়ার বা পাস্ আউটদেরকে এপ্রেন্টিসশীপ হিসেবে নিয়োগকে চাকরির নিয়োগ বলা হচ্ছে। একটা নিয়োগপত্র সংবাদ মাধ্যমে প্রকাশ করুক।’

Related posts

Leave a Comment