27 C
Kolkata
August 3, 2025
কলকাতা রাজ্য

মাঝরাতে সিজিও কমপ্লেক্সে মেনকা, হাতে ইডির নোটিস

সংবাদ কলকাতা, ১২ সেপ্টেম্বর : এবার ব্যাঙ্কক যাওয়ার পথে বাধার সম্মুখীন হলেন অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকা গম্ভীর। সূত্রের খবর, ব্যাঙ্কক যাওয়ার পরিকল্পনা ছিল মেনকা গম্ভীরের। সেই মত শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন তিনি। কিন্তু বাদ সাধল ইডি। বিমানবন্দরে প্রায় তিন ঘন্টা আটকে রাখা হয় তাঁকে। এই ঘটনার ফলে সোমবার তাঁকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়। সেজন্য এদিন মাঝরাতে আইনজীবীকে নিয়ে হাজির হন সিজিও কমপ্লেক্সে। হাতে নোটিস নিয়ে সিজিও কমপ্লেক্সে এসে দেখেন মেন্ গেট তালা বন্ধ। এরপর বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানাতেই মেন্ গেট খুলে দেন তাঁরা। লিফটে করে উপরে উঠে যান সিজিও কমপ্লেক্সে ইডি-র বিভাগীয় দপ্তরে। কিন্তু সেখানে কারও কোনও সাড়াশব্দ পাননি বলে জানান তাঁরা। পাঁচ মিনিট অপেক্ষা করে নিচে নেমে আসেন, দাবি মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে ইডি। এব্যাপারে দেশের সব বিমানবন্দরকে সতর্ক করে দেওয়া হয়। সেইমতো কলকাতা বিমানবন্দরের অভিবাসন দপ্তরও সেই সতর্কবার্তা পান। শনিবার রাত ৮টা নাগাদ ব্যাংকক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরের অভিবাসন দপ্তরে যেতেই তাঁকে আটকে দেওয়া হয়। জানানো হয়, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হওয়ার কথা। তাঁকে প্রায় তিন ঘন্টা অভিবাসন দপ্তরে বসিয়ে রাখা হয়। এরপর দিল্লির ইডি দপ্তরে বিষয়টি জানিয়ে দেয় কলকাতা বিমানবন্দরের অভিবাসন দপ্তর। ইডির দিল্লির অফিস থেকে আবার ফোন করা হয় কলকাতার অফিসে। কলকাতার অফিস থেকে একজন ইডি আধিকারিক বিমানবন্দরের অভিবাসন দপ্তরে এসে হাজির হন। তিনি মেনকাকে আগামী সপ্তাহে ইডি দপ্তরে তলব করে তাঁর হাতে নোটিস ধরিয়ে দেন।

Related posts

Leave a Comment