কলকাতা, ৭ সেপ্টেম্বর: দুই কিশোর নিখোঁজ। মোবাইলে অপহরণ ও মুক্তিপণের মেসেজ পাওয়ার পর পুলিশের কাছে কাতর আবেদন করে পরিবার। কিন্তু, কোনও সুরাহা করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে থানা সক্রিয় হলে হয়তো দু-দুটি কিশোর হায়েনাদের হাত থেকে প্রাণে বেঁচে যেত। যদি এই কাজটা করতে না পারে, তাহলে মাইনে দিয়ে পুলিশ পুষে রাজ্য সরকারের কী লাভ? বসিরহাটে হাসপাতালের মর্গে প্রায় দুই সপ্তাহ ধরে দেহ পড়ে রইলো। অথচ পুলিশ কোনও খবর পেল না কেন? অবশেষে এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। শাস্তিস্বরূপ ক্লোজ করা হল থানার আইসি-কে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-কে। জানা গিয়েছে, বাগুইআটি থানার পুলিশের এই চরম দায়িত্বজ্ঞানহীনতার জন্য প্রচন্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একথা জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই ঘটনায় কেউ ছাড় পাবে না। দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
previous post