29 C
Kolkata
August 2, 2025
কলকাতা রাজ্য

শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, স্টেট্ এডেড শিক্ষকদের বৈষম্যের প্রতিবাদ

সুভাষ পাল, সংবাদ কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতি। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি বেহিসেবি টাকা। হদিশ মিলেছে পাহাড় প্রমাণ হিসাব বহিৰ্ভূত সম্পত্তির। তদন্ত যত এগোচ্ছে, বেরিয়ে আসছে দুর্নীতির নতুন নতুন শাখা প্রশাখা। রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নির্গত হচ্ছে নর্দমার পঁচা দুর্গন্ধ। এই দুর্নীতির শিকড় কত গভীরে কেউ জানে না। রাজ্য সরকারের নৈতিক দায়িত্ববোধ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামার নয়। বাঙালির লজ্জার আর শেষ নেই। দেশের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে রাজ্যবাসীর। রাজ্যের শিক্ষা বিভাগে দাপিয়ে বেড়াচ্ছে স্বৈরাচার।
https://www.youtube.com/watch?v=MKSDAUgL2lo
একদিকে যোগ্য ব্যক্তিরা চাকরি না পেয়ে শিক্ষক দিবসকে ‘যন্ত্রণা দিবস’ হিসেবে পালন করছেন। অন্যদিকে, কলেজের স্টেট্ এডেড শিক্ষকরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। এই দুর্মূল্যের বাজারে সমান কাজ করেও তাঁরা পাচ্ছেন না উপযুক্ত বেতন। সেজন্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বারাসতে স্টেট্ এডেড শিক্ষকরা প্রতিবাদ জানালেন। তাঁদের দাবি, বর্তমানে বিভিন্ন কলেজে মাস মাইনার যে ভিন্নতা আছে তা সংশোধিত হোক। অবিলম্বে পে স্কেল চালু করতে হবে। ৬৫ বছর পর্যন্ত চাকরির মেয়াদ নিশ্চিত করতে হবে। সকলকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে হবে। ডব্লিউবিএইচএস -এর অন্তর্ভুক্ত করতে হবে।
রাজ্যের বঞ্চিত স্টেট এডেড কলেজ টিচাররা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।সত্ত্বর দাবি পূরণ না হলে তাঁরা অন্য কিছু ভাববেন বলে জানিয়েছেন।

Related posts

Leave a Comment