দীননাথ চক্রবর্তী
শূন্যময়ী মাযে আমার
শূন্যভরী সারদা ,
হৃদয় মনে প্রাণে প্রাণে
শ্বাসে শ্বাসে সর্বক্ষণে
মুক্ত বায়ু বরোদা
শূন্যভরী সারদা।
যেথায় যত শূন্য আমার
ভরায় মায়ের স্নেহসুধা ,
যতনে যতনে আদরে সদা
ভুল ভ্রান্তি ঘুচায়ে দ্বিধা
শূন্যভরী সারদা ।
শূন্য ভরে চরাচরে
মাযে আমার বিধাতা ,
শূন্য করে দিয়েছে ভরিয়ে
গৃহ সাধন বরাভয়ে
শূন্যভরী সারদা ।