নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ১ সেপ্টেম্বর কলকাতা শহর ও রাজ্যজুড়ে ধুমধাম করে হয়ে গেল দুর্গাপুজোর শোভাযাত্রা। ইউনেস্কো বাংলার পুজোকে স্বীকৃতি দিয়েছে। সেজন্য তাঁদের ধন্যবাদ জানাতেই এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা নিজেই। ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। ঢাকের তালে নাচলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। বিপুল আয়োজন! রাজ্যের কোষাগার থেকে কত খরচ হল এই শোভাযাত্রার পিছনে? বিজেপির অভিযোগ, ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নাচের ভিডিও টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে রেখেছেন একগুচ্ছ প্রশ্ন ও অভিযোগ। কটাক্ষ করেছেন একাধিক বিষয় নিয়েও। তিনি অর্থমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দারুন আনন্দ! পুজো আসছে! রাস্তায় নাচছেন রাজ্যের অর্থমন্ত্রী। সেই আনন্দ চেপে রাখা যাচ্ছে না। অর্থমন্ত্রীর মন তো উৎফুল্ল! অথচ সরকারি কর্মীদের প্রাপ্য DA সরকার দিচ্ছে না। নানা টালবাহানা করে চলেছে। আদালতে আদালতে ঘুরিয়ে সময় নষ্ট করছে সরকার। কে বলবে এরাজ্যে ঋণের পরিমাণ প্রায় ছয় লক্ষ কোটি টাকা ছুঁতে চলেছে? কয়েক মাস অন্তর মমতার সরকার ঋণ নেয়। জনগণের উপর বোঝা বাড়ায়। কে বলবে এরাজ্যে শিল্প নেই? কর্মসংস্থান হয় না। টাকার অভাবে স্থায়ী সম্পদ সৃষ্টি হচ্ছে না। পরিকাঠামোর কাজ আটকে। কে বলবে হবু শিক্ষকরা রাস্তায় বসে আছেন পাঁচশো দিনের উপর? পাশ করেও চাকরি জুটছে না? এদের চাকরি চুরি গিয়েছে। চাকরি বিক্রি হয়েছে। এরপরেও কী আনন্দ!! ঢাকের তালে মন্ত্রী নাচ্ছেন ঢাঙ্কু নাকুর, ঢাঙ্কু নাকুর।
previous post