গন্তব্য প্রয়াগরাজ। মহাকুম্ভ মেলায় যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছেন পুণ্যার্থীরা। আর বিমানে মহাকুম্ভে যাওয়ার ভাড়া শুনেই কার্যত মাথায় হাত পুণ্যার্থীদের। এবার তাঁদের জন্য সুখবর শোনালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নাইডু।
আগামী ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজে সমাপ্ত হতে চলেছে মহাকুম্ভ মেলা। এখনও প্রয়াগরাজমুখী পুণ্যার্থীদের ঢল। ১৪৪ বছর অন্তর হয় মহাকুম্ভ। তাই, দেশ-বিদেশের পুণ্যার্থীরা কাতারে কাতারে ভিড় করছেন প্রয়াগরাজে। প্রশাসনের অনুমান, ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে ৪৫ দিনের এই মহাকুম্ভ মেলায়। এখনও পর্যন্ত ১৯ কোটি ৯৪ লক্ষ পুণ্যার্থী এসেছেন।
কিন্তু বিমানে যেতে গেলেই ধাক্কা খেতে হচ্ছে যাত্রাীদের। টিকিটের ভাড়াও মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বেড়েছে বিমান থেকে নেমে প্রয়াগরাজগামী ট্রেনের ভাড়াও।
ফলে কুম্ভমেলায় পৌঁছনোই এক কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। পুণ্যার্থীদের সহায়তায় বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু শুক্রবার রাতে মহাকুম্ভের জন্য বিমান ভাড়া এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এদিকে জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রয়াগরাজে টিকিটের মূল্য দাঁড়ায় ৩৫ হাজার ৫০০ টাকা। মুম্বই, হায়দরাবাদ এবং দিল্লি থেকে বিমানের টিকিটের মূল্য ওঠে ৪৭ হাজার ৫০০ টাকার উপরে। ৩ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারির মতো বিশেষ স্নানের দিনগুলিতে টিকিটের মূল্য দাঁড়ায় আরও বেশি। এবার পুণ্যার্থীদের সহায়তায় কমানো হল বিমানের ভাড়া।
জানা গিয়েছে, প্রয়াগরাজে যাওয়ার ভাড়া নিয়ে বিমান পরিবহণ সংস্থাগুলির সঙ্গে কেন্দ্র তিনবার বৈঠক করেছে। তারপরই ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয়। ভাড়া কমালেও বিমান পরিবহণ সংস্থাগুলির আর্থিক ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র।
previous post