কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ।
জানা গিয়েছে, বহরমপুর কলেজের হোস্টেলে ৪র্থ বর্ষের ছাত্রেরা ২য় বর্ষের কয়েকজন ছাত্রকে মৌখিক র্যাগিং করে বলে অভিযোগ। তারপর ২য় বর্ষের কয়েকজন ছাত্র ৪র্থ বর্ষের পাঁচ জন ছাত্রের বিরুদ্ধে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলে মেল মারফত অভিযোগ জানায়। ইউজিসির সেই অভিযোগ পেয়ে বিষয়টি বহরমপুর কলেজের অ্যান্টি র্যাগিং কমিটিকে জানাই বলে জানাযায়। তারপর বহরমপুর কলেজের হোস্টেলের অ্যান্টি র্যাগিং কমিটিকে শনিবার একটি বৈঠক করে হোস্টেলের ৫ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করে।
বহরমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তনু ভাদুড়ী জানান, কিছু ছাত্র র্যাগিং এর অভিযোগ করেন ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলে। শনিবার এনিয়ে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয়। সেখানেই যে ছাত্ররা অভিযোগ করে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সকলকে একটি বন্ধ ঘরে আলাদা করে ডেকে জিঞ্জাসা করে জানাযায় মৌখিক র্যাগিং করা হয়েছিল। তারপর হোস্টেলের ৫ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়। আজ রবিবার আগামীকাল তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য বলা হবে।
